সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

  ১১ ডিসেম্বর, ২০১৮

সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মীভূত

নোয়াখালীর সোনাইমুড়ীর ভোরের বাজারে গত রোববার মধ্যরাতে অগ্নিকান্ডে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। ভূক্তভোগীদের দাবি, এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নের রাজিবপুর ভোরের বাজারের আলা উদ্দিনের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক সোনাইমুড়ী পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবহিত করা হলে তারা বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেয়। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস সোনাইমুড়ী ইউনিট ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে সকল কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে রইচ ষ্টোর, রানা ষ্টোর, সাগর ষ্টোর, সিরাজ মেম্বারের সারের দোকান, আলা উদ্দিনের হোটেল, রিপন সেলুন, আ: মতিনের জেনারেটর দোকান, সৈকত পোল্ট্রি ফার্ম, রুহুল আমিন ইলেকট্রনিক্স ও একটি অটো মেরামতের দোকানসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। বারগাঁও ইউপি চেয়ারম্যন ইঞ্জিনিয়ার আনিছুর রহমান ঘটনাস্থল পরির্দশন শেষে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন।

সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ জানায়, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close