ক্রীড়া প্রতিবেদক

  ২৭ জুলাই, ২০১৭

রায়কে যুগান্তকারী বললেন পাপন

বিসিবির হাতেই ক্ষমতা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আনা সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে বিসিবির ক্ষমতায় আর হস্তক্ষেপ করতে পারবে না এনএসসি। এ পর্যবেক্ষণ দিয়ে গতকাল আপিল নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এ সময় রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, বিষয়টি নিষ্পত্তি করে আপিল বিভাগ বলেছেন, ‘গঠনতন্ত্র সংশোধনের যে ক্ষমতা সেটি বিসিবির হাতেই থাকবে। এনএসসি গঠনতন্ত্র তাদের জন্য সংশোধন করে দিতে পারবে না। সুতরাং গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা বিসিবির হাতেই থাকবে। এতে বিসিবি আরো স্বায়ত্তশাসিত হবে, সংঘবদ্ধ হবে, শক্তিশালী হবে। ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড দুটিই শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে ক্রিকেটের উন্নতি হবে।’

আদালতে বিসিবির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৩ সালের ২৭ জানুয়ারি বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর পরদিন ২৮ জানুয়ারি হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করে এনএসসি ও বিসিবি। ওইদিনই বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। পরে বিভিন্ন সময়ে এ স্থগিতাদেশ বাড়ানো হয়।

২০১২ সালের নভেম্বর গঠনতন্ত্রের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু।

রিট আবেদনে বলা হয়, বিসিবির বিশেষ সাধারণ সভায় কাউন্সিলরদের মতামত নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে গঠনতন্ত্র পাঠানো হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ গঠনতন্ত্র যাচাই-বাছাই করে সংশোধন করে বিসিবিতে ফেরত পাঠায়। ফের বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে গঠনতন্ত্র সংশোধন করে এনএসসি। বিষয়টি নিয়ে রিট করা হয়। এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

এদিকে সকালে রায় ঘোষণার ঘণ্টা দুয়েক পর বেলা দেড়টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড অফিসে আসেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানিয়েছেন, এই রায় যুগান্তকারীই হয়েছে, ‘রায় নিয়ে এখনই কিছু বলাটা কঠিন। রায়ের কপি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি অবশ্যই মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো একটা রায় হয়েছে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এখন আমাদের যত দ্রুত সম্ভব এজিএম ডাকতে হবে। গঠনতন্ত্র নিয়ে কোনো পরিবর্তন করতে হলে সেটা আমরাই করতে পারব। আগের গঠনতন্ত্র অনুসারে নির্বাচন করতে হলে সেটা খুবই ঝামেলা হতো। আইসিসিও সেটা মানত না।’

সামনের বোর্ড মিটিংয়ে নতুন নির্বাচনের ঘোষণা আসতে পারে, তেমন আভাস দিয়ে রাখলেন বিসিবি সভাপতি, ‘রায় পাওয়ার সাথে সাথে আমরা সাধারণ নির্বাচনের তারিখ ঠিক করে ফেলব। ৩০ তারিখ আমরা বোর্ড মিটিং ডেকেছি। সেখানেই আমরা ভেন্যু, তারিখ চূড়ান্ত করব। কিন্তু সেটা রায়ের কপি পাওয়ার পরই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist