ক্রীড়া প্রতিবেদক

  ২২ আগস্ট, ২০১৯

ল্যাঙ্গাভেল্টের চোখ ফিটনেস আর ধারাবাহিকতায়

দেশের ক্রিকেটারদের ফিটনেস সমস্যা নতুন কিছু নয়। ধারাবাহিকতার অভাবও চোখে পড়ার মতো, বিশেষ করে পেস বোলারদের। এ দুটো সমস্যা যেন তাদের নিত্যসঙ্গী। নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট এদিকে দৃষ্টি দিতে চান সবার আগে। ফিটনেস ঠিক রেখে রুবেল-মুস্তাফিজ-তাসকিনদের আরো কার্যকরী করে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

গতকাল হেড কোচ রাসেল ডমিঙ্গোর পাশাপাশি ল্যাঙ্গাভেল্টও মুখোমুখি হন গণমাধ্যমের। মিরপুর শেরেবাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফাস্ট বোলিং কোচ বলেন, ‘বল হাতে ধারাবাহিকতা ধরে রাখা ভীষণ জরুরি। প্রত্যেক বোলারকে সেরা ছন্দে থাকার পাশাপাশি ফিটনেসের দিকে বাড়তি নজর দিতে হবে। লম্বা না হলে একজন পেসারের পক্ষে উইকেট থেকে বাউন্স আদায় করে নেওয়া খুব কঠিন। তবে বল সুইং করিয়ে সে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। বাংলাদেশে এগুলো নিয়ে আমাকে ভালোভাবে কাজ করতে হবে।’

দেশের পেসারদের আরেকটি সমস্যাও চোখে পড়েছে পেস প্রশিক্ষকের। পেস সহায়ক উইকেটেও অনেক সময় জ্বলে উঠতে পারেন না জাতীয় দলের বোলাররা। ল্যাঙ্গাভেল্ট এই সমস্যারও সমাধান করতে চান, ‘ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে নতুন বলে ভালো বোলিংয়ের ওপর দলের সাফল্য অনেকখানি নির্ভর করে। পেস বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো লাইন-লেন্থ বজায় রেখে বল করা। আমাকে এমন কয়েকজন পেসার খুঁজে বের করতে হবে, যারা বিদেশের মাটিতে পেস কন্ডিশনে ভালো বল করতে পারবে।’ এ ব্যাপারে আশার বাণীও শোনালেন ল্যাঙ্গাভেল্ট, ‘সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসাররা ইংল্যান্ডে সাফল্য পেয়েছে। এই দল থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে হবে।’

৪৪ বছর বয়সি দক্ষিণ আফ্রিকানের সামনে আরেকটি চ্যালেঞ্জ হলো ভাষাগত সমস্যা। তার পূর্বসূরি কোর্টনি ওয়ালশকে এই সমস্যা ভালোই ঝামেলায় ফেলেছিল। নতুন পেস বোলিং কোচ অবশ্য এই সমস্যা নিয়ে চিন্তিত নন, ‘দলের পেসারদের সঙ্গে আমার সুসম্পর্ক সৃষ্টি হলে ভাষাগত সমস্যা দূর হয়ে যাবে। প্রয়োজনে দোভাষীর সাহায্য নেওয়া হবে।’ ল্যাঙ্গাভেল্টের বিশ্বাস, শফিউল-রাহি-রনিদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে উঠলে শিষ্যরাও তার ভাষা আপনা-আপনিই বুঝবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close