ক্রীড়া ডেস্ক

  ২৩ মে, ২০১৯

গিলক্রিস্টের বিবেচনায় অস্ট্রেলিয়াই সেরা

আসন্ন বিশ্বকাপ সামনে রেখে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে বিশেষ মনোযোগী অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। প্রতিপক্ষের বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় এই অজি বোলার। এদিকে, এবারের আসরে অস্ট্রেলিয়াকেই ফেভারিট মানছেন সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। অন্যদিকে, ইংল্যান্ডের কন্ডিশন যেমনই হোক না কেন, খেলতে প্রস্তুত নিউজিল্যান্ড। জানিয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

বিশ্বকাপ মানেই যেন অস্ট্রেলিয়ার আধিপত্য। একবার, দুবার নয়, পাঁচবারের চ্যাম্পিয়ন অজিরা। আসন্ন বিশ্বকাপেও দৃষ্টিটা ট্রফির দিকেই থাকবে, সেটা বলাই বাহুল্য। ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়াকে শিরোপার স্বাদ দিতে মরিয়া দলের কা-ারিরা। বিশ্বকাপ মিশনের আগে নিজেদের পারফরম্যান্স আর মানসিকতার পরিবর্তন যেন সে কথাই বলছে।

গেল বিশ্বকাপটা নিজের করে নিয়েছিলেন অজি পেসার স্টার্ক। তার আগুনঝরা বোলিং দেখেছিল ক্রিকেট দুনিয়া। পুরো টুর্নামেন্টে নিয়েছিলেন সর্বোচ্চ ২২ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

আসন্ন বিশ্বকাপেও বোলিংয়ে ধার বাড়াতে চান এই বাঁহাতি পেসার। সে জন্য বিশেষ মনোযোগ দিয়েছেন নিজের বোলিংয়ের ওপর। তাই প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা অজি পেসার স্টার্ক।

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক বলেন, গত বিশ্বকাপটা স্বপ্নের মতো ছিল। এবারের বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে চাই। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করেছি। বোলিংয়ের বিভিন্ন দিকে বিশেষ নজর দিয়েছি। ইংল্যান্ড, ভারতের মতো দলগুলো ভালো ক্রিকেট খেলছে। তাদের বিপক্ষে খেলাটা উপভোগ্য হবে বলে মনে করছি।

এদিকে, সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের চোখেও এবারের আসরে ফেভারিট অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ওয়ার্নার, শন মার্শ আর ম্যাক্সওয়েলদের নিয়ে গড়া দলের ওপর পূর্ণ আস্থা রাখতে চান তিনি। যেকোনো দলের বিপক্ষে এবারের অস্ট্রেলিয়া দল অনেক সামঞ্জস্যপূর্ণ বলে ধারণা, তিনবার বিশ্বকাপ জয়ী এই সাবেক অজি ক্রিকেটারের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close