ক্রীড়া প্রতিবেদক

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

অনূর্ধ্ব-১৯ টেস্ট

একাই লড়ছেন মাহমুদুল

দ্বিতীয় দিন সকালে ঘুরে দাঁড়াল বাংলাদেশের যুবারা। বড় সংগ্রহের আশা জাগানো ইংলিশ অনূর্ধ্ব-১৯ দলকে থামিয়ে দিয়েছে ৩৩৭ রানে। তবে দায়িত্বশীল এক ইনিংসে দ্বিতীয় যুব টেস্টে স্বাগতিকদের লড়াইয়ে রেখেছেন মাহমুদুল হাসান একাই।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের যুবাদের স্কোর ৬ উইকেটে ১৯৪ রান। মাহমুদুল ৬২ ও রুবেল আহমেদ শূন্য রানে ব্যাট করছেন। স্বাগতিকরা এখনো ১৪৩ রানে পিছিয়ে রয়েছে।

জবাব দিতে নেমে শুরুতেই অমিত হাসানকে হারায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ। থিতু হয়ে বিদায় নেন টপ-অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেন।

মিডল অর্ডারের দুই ভরসা তৌহিদ হৃদয় ও আকবর আলি দ্রুত ফিরলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্বাগতিকদের ১১০ রানের এক জুটিতে পথ দেখান মাহমুদুল ও শাহাদাত হোসেন।

দিনের খেলা শেষ হওয়ার মাত্র দুই বল বাকি থাকতে শাহাদাত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের প্রতিরোধ ভাঙেন হামিদউল্লাহ কাদরি। শাহাদাত ১১১ বলে ছয়, চার ও এক ছক্কায় করেন ৫৬। ১৭২ বলে চারটি চারে ৬২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল। প্রথম ইনিংসে লিড নিতে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে স্বাগতিকরা।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল ৬ উইকেট ২৯৫ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড এগিয়ে যায় জর্জ হিল ও লুক হলম্যানের ব্যাটে।

সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া হিলকে ফিরিয়ে ৫১ রানের জুটি ভাঙেন আসাদউল্লাহ গালিব। ১৬০ বলে খেলা হিলের ৯১ রানের ইনিংস গড়া ১১টি চারে। এরপর বেশি দূর এগোয়নি সফরকারীদের ইনিংস। ১১ রানে শেষ চার উইকেট হারিয়ে ৩৩৭ রানে গুটিয়ে যায় দলটি। বাংলাদেশের মুজ্জাকির হোসেন ও মিনহাজুর রহমান নেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস : (আগের দিন শেষে ২৯৫/৬) ১০২.৫ ওভার ৩৩৭ (হিল ৯১, হলম্যান ২৪, অলড্রিজ ১০, কাদরি ০, ফিঞ্চ ০*; রুহেল ২/৭৭, গালিব ২/৭০, মিনহাজুর ৩/১০৬, মুজাক্কির ৩/৭৪, শাহাদাত ০/৯)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস : ৬৮ ওভার ১৯৪/৬ (তানজিদ ৩৬, অমিত ৪, পারভেজ ১৮, মাহমুদুল ৬২*, হৃদয় ০, আকবর ৭, শাহাদাত ৫৬, রুহেল ০*; ফিঞ্চ ১/৪৯, অলড্রিজ ২/৩৭, বল্ডারসন ১/৩৮, কাদরি ১/১১, হিল ০/১৪)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close