ক্রীড়া ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০১৯

জনসনের দলে ম্যাক্সওয়েল...

অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। শুরুতে ভালো করলেও এখন নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। একবার দল থেকে বেশ লম্বা সময়ের জন্য বাদ পড়েছিলেন। কিন্তু বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়কে ফিনিশার হিসেবে ৭ নম্বর পজিশনে দলে নেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। ম্যাক্সওয়েলকে আগামী বিশ্বকাপের দলে রাখা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে তার সাবেক সতীর্থ মিচেল জনসন বলছেন, বিশ্বকাপ দলে তার বাজির ঘোড়া ম্যাক্সওয়েলই। সেটা শুধু দলের সদস্য হিসেবে নয়, ২০১৫ চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে জনসনের অধিনায়কও ম্যাক্স। এছাড়া তার দলে বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ থাকা দুই ক্রিকেটার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকেও নিজের দলে রেখেছেন বিশ্বকাপজয়ী এই পেসার। ইংল্যান্ড বিশ্বকাপে ১ জুন অস্ট্রেলিয়ার প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

জনসনের গড়া বিশ্বকাপ দল : ম্যাক্সওয়েল (অধিনায়ক), উসমান খাজা (সহ-অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ডি’আরসি শর্ট, শন মার্শ, মার্কাস স্টোইনিস, পিটার হ্যান্ডসকম্ব, প্যাট কামিন্স, নাথান কোল্টারনাইল, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, আন্দ্রে টাই এবং অ্যাডাম জাম্পা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close