ক্রীড়া ডেস্ক

  ২৫ ডিসেম্বর, ২০১৮

‘বাকযুদ্ধে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট’

অনিল কুম্বলে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে বসেন রবি শাস্ত্রী। কিন্তু এরপর থেকেই সমালোচনাকে সঙ্গী করে চলেছেন শাস্ত্রী। মাঝেমধ্যে তার বিতর্কিত মন্তব্য, আচরণ এমনকি টিম ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দল নির্বাচনে শাস্ত্রীর ভুল-ভ্রান্তি নিয়ে সমালোচনা হয়েছে।

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের আগে সমালোচকদের একহাত নেন শাস্ত্রী, ‘লক্ষ মাইল দূরে বসে শূন্যে তীর ছোড়া সহজ।’ বিশ্ব গণমাধ্যম বলছে, আলাদা করে কোনো নাম না করলেও ইঙ্গিতটা স্পষ্ট, শাস্ত্রীর তোপের মুখে অন্য কেউ নন, তার স্বদেশি কিংবদন্তি সুনীল গাভাস্কার।

পার্থ টেস্টে ১৪৬ রানে হারের পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাস্কার। ভারতীয় কোচ সমালোচকদের অন্য একটি ধারণাকেও নস্যাৎ করেন। বিরাট কোহলির আচরণ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করায় শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় না বিরাটের আচরণে কোনো ত্রুটি রয়েছে। আমাদের কাছে তার মতো নিপাত ভদ্রলোক আর কেউ নেই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close