ক্রীড়া ডেস্ক

  ০৯ নভেম্বর, ২০১৮

৩ সপ্তাহ মাঠের বাইরে কুতিনহো

ইনজুরি থেকে ফিট হয়ে এখনো মাঠে ফিরতে পারেননি লিওনেল মেসি। এর মধ্যেই আবার বার্সেলোনার জন্য নতুন দুঃসংবাদ। এলএম টেন’র পর এবার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফিলিপে কুতিনহো।

হ্যামট্রিং ইনজুরির জন্যই দেশ ও ক্লাবের হয়ে ব্রাজিল তারকা খেলতে পারবেন না বলে জানিয়েছে বার্সা।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পুরো ম্যাচ খেলেছেন কুতিনহো। ওই ম্যাচে তার অ্যাসিস্ট থেকেই গোল করেন বার্সায় তারই জাতীয় দলের সতীর্থ ম্যালকম। ওই ম্যাচেই আঘাত পেয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসা নিয়ে খেলেছেন। পরে স্ক্যানে তার ইনজুরি ধরা পড়ে। যার ফলে আগামী প্রায় এক মাস খেলতে পারবেন না তিনি। নিজেদের সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘কাল সকালে পাওয়া রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া যায় যে, ফিলিপে কুতিনহোর বাঁ-পায়ে চিড় ধরা পড়েছে। তাকে আগামী দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close