ক্রীড়া ডেস্ক

  ০৯ নভেম্বর, ২০১৮

শ্রীলঙ্কার সামনে অগ্নিপরীক্ষা

ইংল্যান্ডের বাকি ছিল চার উইকেট। বিদায়ী টেস্টে মাত্র দুই উইকেট পেলেই ভারতের কিংবদন্তি কপিল দেবকে ছাড়িয়ে যেতে পারতেন রঙ্গনা হেরাথ। কিন্তু বেরসিক ইংল্যান্ড দুই দিন হাতে রেখেই ছয় উইকেটে ৩২২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ফেলল। তাই হেরাথকে থামতে হলো ৪৩৩ উইকেটে। এমন ম্যাচে ইংলিশদের রান পাহাড়ে চাপা পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানদের ৪৬২ রানের হিমালয়তুল্য লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড।

শ্রীলঙ্কার জন্য স্বস্তির খবর বিনা উইকেটে দিন শেষ করেছেন দুই ওপেনার দিমুথ করুনারতেœ এবং কৌশল সিলভা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। হেরাথকে বিদায়ী অর্ঘ্য দিতে হলে স্বাগতিক শিবিরকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। করতে হবে আরো ৪৪৭ রান! এর আগে কিটন জেনিংসের ক্যারিয়ার সেরা ১৪৬ রানে ইনিংসের শুরুতে বিপাকে পড়া ইংল্যান্ড দল আরো একবার ৩০০ পেরিয়েছে। ৬০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৭৪ রানে শেষ তিন উইকেট। দলকে বিপদমুক্ত করেন বেন স্টোকস ও জেনিংস দুজন মিলে করেন ১০৭ রান। ৬২ রানে আউট হয়েছেন স্টোকস। কিন্ত টিকে ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close