ক্রীড়া ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০১৮

ভারত দলে নেই কোহলি

গত কয়েক বছর ধরে ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটের ৩ ফরমেটেই ভারতের অধিনায়ক এই ব্যাটসম্যান। অথচ তাকে ছাড়াই এশিয়া কাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে যাচ্ছে চ্যাম্পিয়নসরা। কোহলিকে বাদ দিয়েই কাল এশিয়া কাপের ১৬ সদস্যের দল ঘোষণা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারতীয়দের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যেখানে তিনি সহকারী হিসেবে পাচ্ছেন শিখর ধাওয়ানকে।

কাল ঘোষিত দলে ভারতের দলে সবচেয়ে বড় চমক অনূর্ধ্ব-১৯ দল থেকে ডাক পাওয়া খলিল আহমেদ। এ ছাড়া মনিশ পান্ডে, আম্বাতি রাইডু এবং কেদার যাদবকে দলে ডেকে পাঠিয়েছেন নির্বাচকরা। এই ত্রয়ীকে সুযোগ দিতে গিয়ে দল থেকে ছিটকে গেছেন সুরেশ রায়না, উমেশ যাদব ও সিদ্ধার্থ কৌল।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পান্ডে, কেদার যাদাব, এম এস ধোনি (উইকেট রক্ষক), ডিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষয় প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close