ক্রীড়া ডেস্ক

  ১২ জুন, ২০১৮

চ্যাম্পিয়ন হলেই স্পেনের বোনাস

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ ২০১৮। পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দল এরই মধ্যে পৌঁছে গেছে বিশ্বকাপের দেশে। কাল তাদের সঙ্গে যোগ দিল ব্রাজিলও। অপেক্ষা এখন বিশ্বকাপের পর্দা ওঠার। বিশ্বকাপে দারুণ কিছু করতে মরিয়া হয়ে উঠবে সব দলই। কিন্তু ফেভারিট দলগুলোর দিকেই চোখ থাকবে ফুটবলপ্রেমীদের। সেই তালিকার একটি নাম স্পেন। রাশিয়া বিশ্বকাপ জিতলে পুরস্কার হিসেবে স্পেনের প্রত্যেক ফুটবলার ৮.২৫ মিলিয়ন ইউরো বোনাস পাবেন। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এই ঘোষণা দিয়েছে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পেন রাশিয়া পৌঁছানোর আগেই স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি লুইস রুবেইলেস ঘোষণা দিয়েছেন। স্পেন ফুটবল দলের সঙ্গে আর্থিক চুক্তিও সম্পন্ন হয়েছে খেলোয়াড়দের। বিশ্বকাপ জয়ের জন্য আশাবাদী স্প্যানিয়ার্ডরা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জয়ের পর স্পেন দলে থাকা প্রত্যেক খেলোয়াড়কে ৬ মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হয় দেশটির ফেডারেশনের পক্ষ থেকে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বোনাসের অঙ্কটা তারা বাড়ায় ৭ মিলিয়নে। যদিও সেই আসরে প্রথমপর্বে বাদ পড়েছিল স্প্যানিশরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist