ক্রীড়া ডেস্ক

  ২৬ মে, ২০১৮

লুইস ফিগোর বাজি রিয়াল-পর্তুগাল

কে জিতবে বিশ্বকাপ? শুরু হয়ে গিয়েছে জল্পনা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল যে রাশিয়া থেকে কাপ নিয়ে যাবে, এমন কথা বলার লোকও পাওয়া গেল। যিনি বললেন, তিনি নিজেও কিংবদন্তি। তার চেয়ে বড় কথা, পর্তুগালের সর্বকালের সেরাদের এক জন। তার নাম লুইস ফিগো।

শুধু তো পর্তুগাল নয়। তার আগে রিয়াল মাদ্রিদও নাকি চ্যাম্পিয়নস লিগ জিতবে। জিতবে একজনের জন্যই। তিনি- রোনালদো। ফিগোর কথা ঠিক হলে, পর্তুগিজ মহাতারকার সৌজন্যে প্রথমবার বিশ্বকাপ জিতবে ইউসেবিওর দেশ। গণমাধ্যমকে ফিগো বলেছেন, ‘রিয়ালের ইতিহাস ও অভিজ্ঞতার দিকে তাকান। ওদের বিপক্ষে তাই লিভারপুলকে এগিয়ে রাখার কোনো সুযোগই নেই। মানছি যে কোনো ফাইনালেই দুর্দান্ত লড়াই হয়। তা সত্ত্বেও রিয়ালই এগিয়ে থাকবে।’

বিশ্বকাপে কেন পর্তুগালকে খেতাবের অন্যতম দাবিদার বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ফিগো। বলেছেন, ‘আশা করছি, পর্তুগাল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমাদের দলটা একই সঙ্গে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। তা ছাড়া একবার অন্তত আমাদের কাপ জেতা দরকার। হতে পারে, অনেকেই রাশিয়ায় আমাদের ফেবারিট মনে করছে না। কিন্তু আমি জানি, রোনালদোরা সব হিসেব উল্টে দিতে পারে। বিশ্বকাপে আমার বাজি পর্তুগালই।’

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পর্তুগালের সঙ্গে রয়েছে স্পেন, মরক্কো ও ইরান। ১৫ জুন প্রথম ম্যাচেই স্পেনের বিপক্ষে মাঠে নামবেন রোনালদোরা। যে ম্যাচ নিয়েই ইতোমধ্যেই উত্তাপ বাড়তে শুরু করেছে বিশ্ব ফুটবলে। ফুটবল প-িতদের মতে, অঘটন না ঘটলে পর্তুগালের নকআউট পর্বে যাওয়া নিশ্চিত। যদিও বিশ্বকাপ শুরুর আগেই পর্তুগাল দলগঠন নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ২০১৬ ইউরো কাপ চ্যাম্পিয়ন দলের অনেকেই এবার বাদ পড়ছেন।

শুধু তাই নয়। অধিনায়ক রোনালদো বিদ্ধ হয়েছেন অভিযোগের তিরে। ‘সিআর সেভেন’ নাকি প্রভাব খাটিয়ে নিজের পছন্দের ফুটবলারদেরই দলে রেখেছেন! ফিগো অবশ্য অন্দরমহলের বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist