ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে

  ০৫ মে, ২০১৮

আজ ফাইনাল

প্রথম তিন ম্যাচ জিতে সবার আগে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল নিশ্চিত করেছে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। কাল নিয়মরক্ষার চতুর্থ ম্যাচে অবশ্য তাদের মাঠে নামতে দেয়নি। বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে আম্বার চট্টগ্রাম মাস্টার্স ও রাজশাহী মাস্টার্সের ম্যাচটা। যে কারণে অপরাজিত থেকেই শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে খালেদ মাসুদ পাইলটবাহিনী। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ রাউন্ডে সবার ওপরে আছে রাজশাহী।

বৃষ্টির বেরসিক আচরণ ছিল খুলনা মাস্টার্স ও সিলেট সিলেট সিক্সার্স মাস্টার্সের ম্যাচটায়। যেখানে বৃষ্টি আইনে নাঈমুর রহমান দুর্জয়ের সিলেটকে ১২ রানে হারিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন খুলনা। কাল দিনের তৃতীয় শেষ ম্যাচে জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স। উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচে আকরাম খানের চট্টগ্রাম মাস্টার্সকে ৫ উইকেটে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের ঢাকা মাস্টার্স। এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল সুজনবাহিনী। আজ লিগ পর্বের শেষ দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে র’নেশন্স খুলনা প্রতিপক্ষ চট্টগ্রাম মাস্টার্স। একই সময় সিলেটকে মোকাবেলা করবে ঢাকা। বিকেল তিনটায় শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist