ক্রীড়া ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৮

ফাইনালে অস্ট্রেলিয়া

জিলেট ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ইংলিশদের ছুঁড়ে দেওয়া ১৩৬ রানের জবাবে ৭ উইকেট আর ৩৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে অজিদের। টানা তিন জয়ে সবার আগে ফাইনালটাও নিশ্চিত হয়ে গেছে ডেভিড ওয়ার্নার বাহিনীর। ফাইনালসহ সিরিজের বাকি চার ম্যাচ হবে নিউজিল্যান্ডে।

শনিবার ঘরের মাঠে চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। ৩৪ রানের মধ্যে ফিরে যান টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান। এদিন ম্যাচের আগে বড় ধাক্কা খায় ইংলিশ শিবির। অনুশীলনের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ছিটকে যান অধিনায়ক ওয়েন মর্গান। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন জস বাটলার। ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যাটে ভার করে শেষ পর্যন্ত ১৩৬ রানের মাঝারি মানের লক্ষ্য দাঁড় করাতে সমর্থ হয় সফরকারীরা। শেষ বলে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৪৬ রান করেন বাটলার। এই রান করতে তিনি খেলেন ৪৯ বল। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার কেন রিচার্ডসন। দারুণ বোলিংয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়ায় শুরুতেই ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ডি’আর্চি শর্ট, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েলের ত্রিশোর্ধ্ব ইনিংসে অনায়াস জয়ের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা। পাঁচে নেমে টর্নোডো ইনিংসে ম্যাচ দ্রুত শেষ করেন অ্যারোন ফিঞ্চ (৫ বলে ২০ রান)। মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে ইংল্যান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist