reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৭

ইউল্যাবে নদী সংরক্ষণ বিষয়ক কর্মশালা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) আয়োজনে নদী সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে ধানম-িতে অবস্থিত ইউল্যাব ক্যাম্পাস-বি সেমিনার রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রিভারাইন পিপলসের সেক্রেটারি জেনারেল শেখ রোকন উপস্থিত ছিলেন। এ সময় তিনি বাংলাদেশের নদীর দূষণ ও সংরক্ষণের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশের নদীর বাঁধ ও ভাঙনের ফলে নদীর পানি ব্যাপকভাবে দূষিত হচ্ছে। অথচ বিদেশে নদীর আশপাশে গড়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের গাছপালা এবং পর্যটকদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। আর আমাদের দেশের নদীর পাশে গড়ে উঠেছে বিভিন্ন রকমের শিল্পায়ন এবং কলকারখানা। তিনি আরো বলেন, বাইরের দেশের মানুষের হয়ে উঠছে নদীমুখী আর আমাদের দেশের মানুষেরা হয়ে উঠছে নদী বিমুখ। শেখ রোকন বলেন, আমাদের জীবনের সঙ্গে নদী প্রত্যক্ষ ও প্ররোক্ষভাবে জড়িত তাই আমাদের সবার নদী রক্ষায় এগিয়ে আসতে হবে। কর্মশালায় ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান, সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) উপদেষ্টা জয় ভৌমিকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist