reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০১৭

ইউআইইউতে ব্র্যান্ড মাস্টার প্রতিযোগিতা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় মার্কেটিং ফোরামের আয়োজনে সম্প্রতি ব্র্যান্ড মাস্টার ১৭ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্রথম রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এবং দ্বিতীয় রানার আপ হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিজয়ী তিনটি দলকে ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। গ্র্যান্ড ফিনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের প্রধান মার্কেটিং অফিসার শাহরিয়ার আমিন এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এইচ আর ম্যানেজার তৌফিক হাবিব। উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. আবুল হাসনাত মো. আজম। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশ সেরা ১১টি বিশ্ববিদ্যালয়ের ৭১টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রথম অংশে ছিল দুটি ওয়ার্কশপ, যেখানে দেশের স্বনামধন্য করপোরেট ট্রেইনাররা বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন তৈরি এবং ব্র্যান্ডিংয়ের যাবতীয় প্রাথমিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist