reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৯

সিআইইউতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেমিনার

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ‘সমসাময়িক ইস্যু ও বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তার বক্তব্যে সাবেক জাপানস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রসহ বৃহৎ শক্তিগুলোর সঙ্গে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে। দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর চীন ও ভারত সফর ইতোমধ্যে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে। সিআইইউয়ের ‘ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস’ (আইজিডিআইএস) এই সেমিনারের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, অধ্যাপক, বিভাগীয় শিক্ষকরা ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পররাষ্ট্র ও বৈদেশিক নীতিতে আমাদের করণীয়সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তিনি সিআইইউর শিক্ষার্থীদের জন্য ‘ফরেন পলিসি’ নামের একটি কোর্সও চালু করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, সম্ভাবনার পথে আগামীর বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে; সেখানে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার কোনো বিকল্প নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাইরের দেশগুলোর সঙ্গে একটা শক্ত অবস্থান তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি। সিআইইউর ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসের পরিচালক ড. সৈয়দ মনজুর কাদেরের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মোহাম্মদ বদিউল আলম, রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রাশেদা খানম, ইতিহাসবিদ অধ্যাপক ড. মাহমুদুল হক, সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ প্রমুখ। অনুষ্ঠানে জাপানের সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলামের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য। পরে শিক্ষকদের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা তাদের মতামত তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close