reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুলাই, ২০১৯

‘সুন্দরের প্রতিষ্ঠায় সুন্দর কিছু উচ্চারণ করতে হবে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. শিরীণ আখতার বলেছেন, ‘যা কিছু অপশক্তি আছে তাকে আমরা রোধ করব সাংস্কৃতিক বলয় দিয়ে। সুন্দরের প্রতিষ্ঠা করতে হলে সুন্দর কিছু উচ্চারণ করতে হবে। সুন্দরকে মাথায় ধারণ করতে হবে।’

২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে চবি আবৃত্তি মঞ্চ আয়োজিত আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি অরো বলেন, প্রদীপ্ত বিশ্বাসে পৃথিবীতে পথচলা উচিত। সুকুমারবৃত্তি ছাড়া অপশক্তিকে মোকাবিলা করতে পারব না। শুভেচ্ছা বক্তব্যে দেশের প্রখ্যাত কথাসাহিত্যক সেলিনা হোসেন বলেন, ‘কবিতার অনেক পঙতি, অনেক অনেক অংশ আমাদের হৃদয়ে সঞ্চারিত হয়ে থাকে যার মধ্যদিয়ে আমরা শাশ্বত সুন্দরকে লালন করি। আমাদের নান্দনিক, সাংস্কৃতিক বোধকে পরিশুদ্ধ করার একটি দিক হচ্ছে কবিতা। যারা কবিতা চর্চা করেন, আবৃত্তি চর্চা করেন তাদের মধ্যে অশুদ্ধ কিছু নেই।’

চবি আবৃত্তি মঞ্চের উপদেষ্টা মাছুম আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. সেকান্দর চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম, সংগীত বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত

ভট্টাচার্য। এ সময় সেলিনা হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি আবৃত্তি মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ আরিফ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close