reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০১৯

মোবাইল গেমস্ অ্যান্ড অ্যাপ্লিকেশন কোর্স সমাপনী অনুষ্ঠান

নাটোরের কাদিরাবাদে ২০ জুন বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে সিএসই বিভাগের উদ্যোগে এবং আইসিটি ডিভিশন সহযোগিতায় ‘Skill Development for Mobile Games & Application’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি ছিলেন উপসচিব, আইসিটি ডিভিশন ও মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপরিচালক মো. আশরাফুল মমিন খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, আইসিটি ডিভিশনের কর্মকর্তা এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী ও কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. গোলাম সরওয়ার ভূঞা। উল্লেখ্য যে, ২০০ ঘণ্টার এ প্রশিক্ষণের মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয়ের ১০৫ জন ছাত্রছাত্রী উন্নত মানের মোবাইল গেইম ও অ্যাপস তৈরিতে বিশেষভাবে দক্ষতা অর্জন করে উপকৃত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close