reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০১৮

চবি পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের ২ দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর বুধবার থেকে। শুক্রবার ও শনিবার এই ২ দিনও অনুষ্ঠানটি চলে। পদার্থবিদ্যা বিভাগের সভাপতি ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. দিল আফরোজ বেগম বলেন, পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিবসের অনুষ্ঠানে ছিল র‌্যালি, কেক উদ্বোধন, সম্মাননা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভাপতিত্ব করেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ছির স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের স্বনামধন্য ও লোকাল ব্রান্ডের পরিবেশনা করে। এই অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ১০১৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাদের যাতায়াতের সুবিধার্থে শহর থেকে ৫টি বাসের ব্যবস্থা ছিল। এতে জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব প্যাসিফিকের ভিসি প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, চবি প্রো-ভিসি প্রফেসর ড. শিরীন আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক, বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ন্যানো স্যাটেলাইট উপদেষ্টা ড. মো. খলিলুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close