reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০১৮

সিইউবিতে আলোচনা সভায় বক্তারা

প্রত্যেক শিশুর আনুষ্ঠানিক শিক্ষা লাভের অধিকার রয়েছে

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) ‘শিশু অধিকার ও মেয়েদের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে ১৪ জানুয়ারি রোববার এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের জাতীয় সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ।

এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সেকেন্ড চান্স এডুকেশন-বিষয়ক চিফ অব পার্টি মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং উদ্বোধনী বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মো. আসাদুজ্জামান সুবহানী।

বিজনেস অনুষদের প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর এস এম আরিফুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর উইলিয়াম এইচ ড্যারেঞ্জার। শিশু অধিকার ও মেয়েদের শিক্ষা নিয়ে বক্তারা বলেন, প্রত্যেক শিশুর আনুষ্ঠানিক শিক্ষা ও বাস্তব জীবনকেন্দ্রিক শিক্ষা লাভের অধিকার রয়েছে। বিশেষ করে, মেয়েশিশুদের শিক্ষার অধিকার অস্বীকার করা হয় তাহলে তাদের কর্মদক্ষতা বিকাশের সুযোগকেও অস্বীকার করা হয়। বক্তারা আরো বলেন, শিশুদের শিক্ষার অধিকার তাদের বাড়ির কাজের ক্ষেত্রে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পায়, তেমনি তাদের ক্যারিয়ার এবং দেশের কাজেও দক্ষতার পরিচয় দিতে পারবে। শিশু অধিকার ও মেয়েশিশুদের শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন এবং একই সঙ্গে বর্তমান সময়েও যে পরিমাণ মেয়েশিশু স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তার সংখ্যাও কমিয়ে আনার আহ্বান জানান বক্তারা।

এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটির প্রোক্টর ও হেড অব ক্যারিয়ার সার্ভিস উইং এবং বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর হানিফ মাহতাব, হেড অব স্টুডেন্ট সার্ভিস উইং ও স্টুডেন্টস ডাইরেক্টরেট এবং বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর মো. লাতিফুল খাবির, স্কুল অব ল-এর কো-অর্ডিনেটর ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মনজুর হোসাইন, প্রোগ্রাম অব ফিল্ম অ্যান্ড টিভির হেড ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. নূরুল ইসলাম বাবুলসহ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist