আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মার্চ, ২০১৮

বিক্রি হচ্ছে যিশুকে নিয়ে লেখা গান্ধীর চিঠি

যিশু খ্রিস্টকে নিয়ে লেখা মহাত্মা গান্ধীর একটি চিঠি বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে। চিঠিটি লেখা হয়েছিল ১৯২৬ সালের ৬ এপ্রিলে। গুজরাটের সাবারমতি আশ্রমের বাসভবন থেকে গান্ধী এ চিঠি লিখেছিলেন যুক্তরাষ্ট্রের খ্রিস্টীয় ধর্মগুরু মিলটন নিউবেরি ফ্রান্তজের কাছে।

খ্রিস্টান ধর্ম নিয়ে মহাত্মা গান্ধীকে একটি প্রকাশনা পাঠের অনুরোধ জানিয়ে লেখা এক চিঠির জবাবেই তিনি ওই চিঠি দেন। এতে গান্ধী লেখেন, যিশু মানবজাতির সবচেয়ে সেরা শিক্ষক। গত কয়েক দশক ধরে গান্ধীর এ চিঠি ব্যক্তিগত সংগ্রহে থাকলেও এখন যুক্তরাষ্ট্রের পেনসেলভানিয়া-ভিত্তিক রাব কালেকশন এটি ৫০ হাজার ডলারে বিক্রি করে দিচ্ছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও জাতির জনক হিসাবে সুপরিচিত মাহাত্মা গান্ধী একজন হিন্দু হয়েও বিশ্বের সব ধর্মীয় বিশ্বাসকেই শ্রদ্ধা দেখিয়েছিলেন। নিউবেরি ফ্রান্তজকে পাঠানো চিঠিতে তিনি যিশু খ্রিস্টের প্রশংসা করেন।

রাব কালেকশনের প্রেসিডেন্ট নাথান রাব ধর্ম ও মানবতা নিয়ে লেখা গান্ধীর এ চিঠিকে তার লেখা চিঠিগুলোর মধ্যে সবচেয়ে সেরা বলে উল্লেখ করেছেন। এটিও গান্ধীর বিশ্বজুড়ে ধর্মীয় শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন তিনি। রাব কালেকশন এক বিবৃতিতে বলেছে, যিশুর কথা উল্লেখ করে গান্ধীর লেখা আর কোনো চিঠিই কখনো বাজারে প্রকাশ্যে আসেনি বলে জানা গেছে গবেষণায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist