প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ মে, ২০২৪

মন্ত্রীর পিএসের গৃহকর্মীর বাড়িতে টাকার পাহাড়!

ভারতের ঝাড়খন্ডের রাজধানী রাঁচির বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গতকাল সোমবার অভিযান চালিয়ে ঝাড়খন্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ির একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ রুপি উদ্ধার করেছে তদন্ত সংস্থা।

অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, ঝাড়খন্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ির একটি কক্ষে টাকার ‘পাহাড়’। এর পরিমাণ ২৫ কোটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই বিপুল মুদ্রার সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন মন্ত্রী।

গতকাল সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে ঝাড়খন্ড গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রাক্তন প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রাম এবং তার ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে সম্পর্কিত প্রায় ছয়টি স্থানে তল্লাশি চালানো হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বীরেন্দ্র রামকে অর্থ পাচারের মামলায় গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close