প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ মে, ২০২৪

পশ্চিমবঙ্গে বজ্রপাতে এক দিনে ১১ জনের মৃত্যু

ভারতের পশ্চিবঙ্গ রাজ্যে বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু, তিন জন পুরুষ ও পাঁচ জন নারী রয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) ঘটনাটি ঘটেছে রাজ্যের মালদহ জেলায়। জানা যায়, প্রায় সকলের মৃত্যু হয়েছে ঝড়ের সময় আম কুড়োতে গিয়ে। এরমধ্যে কয়েকজন আম বাগানের পাহারা দিতে গিয়ে এমন ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন। এ দিন জেলাটির বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবর এসেছে। নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

রাজ্যের উত্তরবঙ্গের এই জেলা আম চাষের জন্য বিখ্যাত। বৃহস্পতিবার মালদহের বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে আচমকা বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হয়। তাতেই আম কুড়াতে গিয়ে শিশু ও নারীদের মৃত্যু হয়। অপরদিকে আমবাগান পাহারার কাজে ছিলেন পুরুষরা। সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হয় তাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close