মৌলভীবাজার (কুলাউড়া) প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৯

মনু নদের ভাঙনে সড়ক বিলীন দুর্ভোগে লাখো মানুষ

মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের মনু নদের প্রতিরক্ষা বাঁধে ভাঙনের কারণে দুটি জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রধান সড়কে ১৫ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প সড়ক চালু না হওয়ায় এ অঞ্চলের কয়েক লাখ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মাসের প্রথম সপ্তাহের দিকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে মৌলভীবাজারের মনু নদের পানি বেড়ে যায়। যার কারণে কাউকাপন বাজার এলাকার কুনিমুরা-তারাপাশা সড়কে ১০০ মিটার ভেঙে নদীতে তলিয়ে যায় এবং ৩০০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। কটারকোনা বাজার-হাজীপুর ইউপি কার্যালয়ের হাসিমপুর এলাকায় পাকা সড়কের মনু প্রতিরক্ষা বাঁধে প্রায় ১০০ মিটার জায়গা ভেঙে নদীতে তলিয়ে যায়। এ অবস্থায় জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকল্প সড়ক চালুর দাবি জানিয়ে ৩ আগস্ট স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। কুলাউড়া উপজেলা প্রকৌশলী মু. ইসতিয়াক হাসানের সঙ্গে এ ব্যাপারে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। এর ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রতিদিনের সংবাদকে জানান, হাজীপুরের দুটি আঞ্চলিক সড়কে ভাঙনের ব্যাপারে তিনি অবগত আছেন। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বিকল্প সড়কে যাতে যান চলাচল শুরু করা যায় সেই বিষয়ে স্থানীয় উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। আর মনু নদের পাড়রক্ষা বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close