চট্টগ্রাম ব্যুরো

  ১৯ জানুয়ারি, ২০১৯

চালকরা মানছেন না আইন সড়কে থামছে না মৃত্যু

গত বছরের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার এয়ারপোর্ট রোডে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেশব্যাপী নজিরবিহীন আন্দোলনে নেমেছিল। তাদের সঙ্গে দেশের সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ আন্দোলনে শরীক হন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক নিরাপত্তা আইন-২০১৮ সংসদে পাসও হয়। এর পরেও গণপরিবহনে ফেরেনি শৃঙ্খলা। গত বুধবার নগরীর কোতোয়ালি মোড়ে ভ্যানচাপায় সোমা বড়–য়া (১৮) নামে এক কলেজছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। সোমা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর সকালে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় স্কুল ছাত্রী জান্নাতুল মাওয়া ইসা (১২)। ২০ নভেম্বর সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. তাহসিন (১২) ট্রাকচাপায় নিহত হয়। ১৯ নভেম্বর নগরীর বন্দর এলাকায় টমটমের ধাক্কায় সমাপনী পরীক্ষার্থী (পিইসি) সুমনা আকতার (১১) মারা যায়। এর আগে ৫ অক্টোবর বোয়ালখালী উপজেলায় পিকআপের ধাক্কায় কলেজছাত্র আবির ইসলাম ফাহিম (১৮) নিহত হয়। একই বছরের ২৩ সেপ্টেম্বর নগরীর সিআরবির পলোগ্রাউন্ড এলাকায় বাসের ধাক্কায় আলমগীর হোসেন রিয়াদ (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হন। এছাড়া ১৯ জুন দুপুরে নগরীর জাকির হোসেন সড়কে বাসের ধাক্কায় নিহত হন কলেজ শিক্ষার্থী তিথি বড়ুয়া (২১)।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে কিছু উদ্যেগ নেওয়া হলেও সেগুলো অনেক সময় বাস্তাবায়ন হয় না। এমনকি বিআটিএর পক্ষ থেকে অভিযান পরিচালনা করলে ত্রুটিপূর্ণ ( লক্করঝক্কর) যানবাহনগুলো কোথায় উধাও হয়ে যায়। কিন্তু অভিযান শেষে আবার সড়কে নামে এসব যানবাহন। তাছাড়া অদক্ষ চালকরা বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে বাড়ছে দুর্ঘটনা।

সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানের পরেও ট্রাফিক ব্যবস্থাপনায় তেমন প্রভাব পড়েনি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আঞ্চলিক কমিটি) সভাপতি মোহাম্মদ মুছা বলেন, যারা লাইসেন্সধারী চালক তারা অনেক সময় গাড়ি বদলি দেন, এ কারণে চালকরা অনেক বেশি যাত্রীর আশায় বেপরোয়া হয়ে পড়েন। ফলে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। এক প্রশ্নে তিনি বলেন, যানবাহনের মধ্যে চালকদের অসম প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এ কারণে অধিকাংশ দুর্ঘটনার হয় প্রতিযোগিতার কারণে। এজন্য ট্রাফিক বিভাগকে আরো পরিশ্রমী হতে হবে।

সিএমপি ট্রাফিক বিভাগের ডিসি ( বন্দর দক্ষিণ) ফাতিহা ইয়াসমিন প্রতিদিনের সংবাদকে বলেন, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। অল্প বয়সি কিংবা লাইসেন্সবিহীন চালক পেলেই আইননানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা এ বিষয়গুলো প্রতিনিয়ত মনিটরিং করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close