reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০১৯

এমপি হারুনের কারামুক্তিতে বাধা নেই

বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ

শুল্কমুক্ত গাড়ি এনে দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে। এ জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন। এর ফলে কেরানীগঞ্জ কারাগারে থাকা বিএনপির এই সংসদ সদস্যের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

এর আগে ২৮ অক্টোবর হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্যকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। সাজার রায়ের বিরুদ্ধে হারুন অর রশীদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে বিচারিক আদালতের দেওয়া ৫০ লাখ টাকার অর্থদণ্ড স্থগিত ও মামলার নথিপত্র তলব করা হয়।

হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে দুদক মঙ্গলবার আবেদন করে, যা চেম্বার বিচারপতির আদালত হয়ে আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হারুন অর রশিদ,এমপি হারুন,কারামুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close