কুষ্টিয়া প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

অস্ত্র মামলায় ৩ আসামির ১০ বছরের কারাদন্ড

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তিন আসামীর ১০ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইবুনাল-৩ এর বিচারক। সোমবার দুপুর ১টার সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম জনাকীর্ন আদালতে এই রায় ঘোষণা করেন। ভেড়ামারা থানায় অস্ত্র আইনে দায়েরকৃত এই মামলায় সাজাপ্রাপ্তরা হলেন, ভেড়ামারা উপজেলার রায়টাঘাট এলাকার গোলাম সরোয়ার (৪০), পান্না সরদার (৩৮) ও আহাদ প্রামানিক (৪৫)।

তিন আসামী কারাদন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ৭জুলাই অভিযুক্ত আসামীরা ভেড়ামারা উপজেলার রায়টাঘাট এলাকার পদ্মা নদীতে প্রকাশ্যে বালি বোঝায় একটি নৌকাতে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে চাঁদা দাবি করে। গোপন সূত্রে সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ১০রাউন্ড তাজাগুলিসহ ৩টি এলজি ও ব্যবহৃত নৌকাটি জব্দ করেন। এঘটনায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের পক্ষ থেকে বাদি হয়ে ভেড়ামারা থানা অস্ত্র নিয়ন্ত্রন আইনে মামলা করেন।

মামলার তদন্ত শেষে আদালতে চুড়ান্ত অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীদের উপস্থিতিতে ৩ আসামীর প্রত্যেকের ১০বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কারাদন্ড,আসামি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist