রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০২২

কুড়িগ্রামে ৮ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামের রাজারহাটে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণ সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দুই শতাধিক মাদরাসা শিক্ষক উপজেলা পরিষদ চত্বরে প্রায় একঘন্টা ব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, আগামী ৩১ শে মার্চের মধ্যে ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ, এমপিওভুক্তিকরণ সহ ৮ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে এপ্রিল থেকে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মন্ডল, সদস্য সচিব সফিকুল ইসলাম বুলু মন্ডল, অর্থ সচিব আলতাফ হোসেন সরকার প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবতেদায়ী মাদরাসা,শিক্ষক,৮ দফা দাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close