নিজস্ব প্রতিবেদক
ইসাবের ফায়ার সেফটি ও সিকিউরিটি এক্সপো ১৩ -১৫ ফেব্রুয়ারি
সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এর উদ্যোগে আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে ১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি এবং সিকিউরিটি এক্সপো। প্রদর্শনীটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী উন্মুক্ত থাকবে।
সোমবার দুপুরে এফবিসিসিআই মিলনায়তনে ইসাবের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আয়োজক সংস্থাটি বলছে- অগ্নি নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং অগ্নি ঝুঁকি কমানোর লক্ষ্যে বাংলাদেশের সকল অঞ্চলে আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতি বারের মত এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসাব সভাপতি নিয়াজ আলী চিশতি বলেন, দেশের অর্থনীতির আকার বাড়ানোর সঙ্গে সঙ্গে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা প্রয়োজন। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অগ্নি ঝুঁকি কমিয়ে আনার মাধ্যমে দেশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহের অত্যাধুনিক প্রযুক্তি এবং অগ্নি নিরাপত্তা যন্ত্রপাতি দর্শকদের সামনে তুলে ধরা হবে এই এক্সপোর মাধ্যমে।
ইসাব সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ প্রদর্শনীর বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এবারের এক্সপোতে অগ্নি নিরাপত্তা এবং সুরক্ষা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন এবং অগ্নিকাণ্ড রোধে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির প্রদর্শন করা হবে। তাঁর প্রেজেন্টেশনের আগে প্রদর্শনীর একটি প্রমো ভিডিও দেখানো হয়, যা এখন বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এবং ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ইসাব সভাপতি এবং সেক্রেটারি জেনারেল ছাড়াও উপস্থিত ছিলেন ইসাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদ এ খোদা, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, ফেবোয়াব এর প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন এবং পরিচালনা পর্ষদ সদস্যরা। প্রদর্শনীর সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এনএফপিএ, বিজিএমইএ, বিকেএমইএ, ফেবওএব, বিটিএমইএ, বিসিসিআই। এই প্রদর্শনীর সার্বিক সহযোগিতা প্রদান করছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ও এফবিসিসিসিআই এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু শহীদুল্লাহ নাঈম। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এই প্রদর্শনীর মাধ্যমে, বাংলাদেশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক, কার্যকর এবং শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে, যা দেশের প্রতিটি খাত এবং জনগণের জন্য একটি বড় অর্জন হবে বলে আয়োজকরা মনে করছেন।