জাবি প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৭

জাবিতে ‘ম্যানেজমেন্ট উইক’ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘ম্যানেজমেন্ট উইক-২০১৭’। গতকাল বুধবার সকাল ১০টায় জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে ‘ম্যানেজমেন্ট উইক’ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা-ধারণার উন্নয়ন ও সাংগঠনিক নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীরা আগামী জীবনের প্রস্তুতি গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট করপোরেট হাউসগুলোর সঙ্গে নিজেদের জুৎসই সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষদ ডিন নীলাঞ্জন কুমার সাহা, বিভাগীয় সভাপতি জাহিদুল করিম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের হয়।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে রয়েছে র‌্যালি, ব্লাড স্কিনিং, বৃক্ষ রোপণ, ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল বিজনেস প্ল্যান কম্পিটিশন, ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন, খেলাধুলা, সেমিনার অন ক্যারিয়ার প্ল্যানিং, সাংস্কৃতিক সন্ধ্যা, ব্যান্ডদল ‘শূন্য’র কনসার্ট, পুরস্কার বিতরণী প্রভৃতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist