টাঙ্গাইল প্রতিনিধি

  ২০ মার্চ, ২০২৪

উৎপাদক-পাইকার সবার জন্য আসছে অ্যাপ : টিটু

বাজারে সাধারণ ক্রেতা যেন হয়রানির শিকার না হন সেজন্য উৎপাদক থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের জন্য শিগগির অ্যাপস দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বললেন, মধ্যস্বত্বভোগী না রাখতে এবং কারা পণ্য পাইকারি ও খুচরা দরে কেনাবেচা করছে তা নজরদারিতে এই অ্যাপ চালু করা হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ (পার্ক বাজার) বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে। কোন পণ্য কারা পাইকারি দলে বিক্রি করবে, কত পণ্য বাজারে এলো এগুলো খোঁজখবর রাখা হবে। যাতে কেউ হঠাৎ করে দাম বাড়াতে না পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close