জয়পুরহাট প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০২৪

পাঁচবিবিতে ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

চার সাংবাদিকের ওপর হামলা

জয়পুরহাটে পাঁচবিবিতে খবর সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতা ও তার ক্যাডার বাহিনীর হামলায় চার সাংবাদিক আহত হওয়ার ঘটনা মামলা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ৯ জনের নামে পাঁচবিবি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জুয়েল শেখ।

পাঁচবিবি উপজেলার ফিচকারঘাট পিরপাল এলাকার খবর সংগ্রহ করতে হয়ে হামলার স্বীকার অন্য সাংবাদিকরা হলেন মাছরাঙা টিভির জেলা সংবাদদাতা আল মামুন, বাংলার দূত-এর জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও দৈনিক সংবাদ সারাবেলার পাঁচবিবি প্রতিনিধি বাবুল হোসেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট পিরপাল এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর একটি জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে। সেখানে আদালত ১৪৪ ধারা জারিও করেন। এরপরেও ১৪৪ ধারা অমাণ্য করে সেখানে পাঁচবিবি মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি উত্তোলন করছিলেন। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে যান সাংবাদিকরা।

এদিকে তথ্য সংগ্রহের সময় ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা মাহমুদুল ও তার ক্যাডার বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। তারা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল, পরিচয়পত্র ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ভর্তি করান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জয়পুরহাট সাংবাদিক ঐক্য জোটোর সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। অবিলম্বে হামলাকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

পাচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সান বিন আহসান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর তৎপরতা চেষ্টা চলছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close