নিজস্ব প্রতিবেদক

  ০৫ মার্চ, ২০২৪

ভুল স্বীকার করার উদারতা থাকতে হবে

- পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেছেন, অনেক সময় অনুমান থেকে অনেক কাজ করা হয়; দিন শেষে হয়তো মনে হয়, সিদ্ধান্ত ঠিক হয়নি। মানুষ হিসেবে এ ধরনের ভুল হতেই পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ভুল স্বীকার করার উদারতা ও সাহস থাকা দরকার। গতকাল সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্থ অনেক কষ্টে উপার্জিত, সেই টাকায় অনুমাননির্ভর প্রকল্প কেন। তিনি বলেন, রাজনীতি ও উন্নয়ন এসব অঙ্ক কষে হয় না। অধিকাংশ ক্ষেত্রে বিবেচনা করে প্রকল্প হাতে নেওয়া হয়; এখন তো প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নেওয়ার। সেই যাচাই করার ক্ষেত্রে কোনো সময় ভুল হলেও হতে পারে; সে বিষয়ে সবার সহানুভূতি প্রত্যাশা করেন তিনি। তবে ভুল ও অন্যায় এক জিনিস নয় বলে মত দেন প্রতিমন্ত্রী। ভুল হতে পারে, কিন্তু অন্যায় হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শহীদুজ্জামান আরো বলেন, ‘সরকারের রাজনৈতিক ও উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন মাঠপর্যায়ের কর্মকর্তারা, সেগুলো বাস্তবায়নে তাদের আরো মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা আশাবাদী, জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

আমাদের দেশের মানুষ সরকার বলতে মূলত জেলা প্রশাসক ও ইউএনওদের চেনে; তাদের ভালো কাজ সরকারের ভালো কাজ হিসেবে মানুষের কাছে বিবেচিত হয়। তাদের আরো জনবান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, আজকের (সোমবার) অনুষ্ঠানে বলা হয়েছে, এলাকার কোনো প্রয়োজন থাকলে জেলা প্রশাসকেরাও প্রকল্পের প্রস্তাব আনতে পারবে, এরপর সরকার তা বিবেচনা করবে। পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড়; নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ বলব না। রাজনৈতিক কর্মী মানুষের জন্য কাজ করতে ভয় পায় না, তবে সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী আমাকে সেই সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ। এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close