হিলি প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৯

হিলিতে স্কুলছাত্রের মৃত্যু

শিক্ষকদের অবহেলার অভিযোগে ভাঙচুর

বিরামপুরে স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে এক মেধাবী স্কুলছাত্র জ্ঞান হারিয়ে ফেলে, পরে রিকশা ভ্যানে সদর স্বাস্থ্য কমপ্লেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এজন্য শিক্ষকদের অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের আসবাবপত্র ও ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ওই শিক্ষার্থীর নাম আজিম মন্ডল, দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী, তার রোল ছিল ১। সে উপজেলার কাঠলা ইউনিয়নের রেণুপাড়া গ্রামের আছাদুলের ছেলে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কাঠলা ইউনিয়নের কাঠলা উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্কুলের শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো গতকাল সকালে স্কুল পরিষ্কার-পরিচ্ছনতার কাজ করতে গেলে আজিম মন্ডল জ্ঞান হারিয়ে ফেললে মোটরসাইকেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে। কিন্তু শিক্ষকরা তাকে ভ্যানে করে নিয়ে যাওয়ায় নির্দেশ দেন। পরে বিরামপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও উত্তেজিত এলাকাবাসী ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মেধাবী ছাত্র আজিম মন্ডলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close