নিজস্ব প্রতিবেদক

  ১৪ মে, ২০১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকট

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। রমজান মাস আর গরমে পর্যাপ্ত পানির অভাবে নাকাল জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, নানাভাবে চেষ্টা করেও সমাধান মিলছে না। সংশ্লিষ্ট এলাকার ওয়াসা কর্মকর্তা বলছেন, পানির চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় কোথাও কোথাও সমস্যা হচ্ছে।

তীব্র গরম আর যানজটে নাকাল জনজীবন। এই অবস্থায় বাসাবাড়িতে পানির সংকট। রাজধানীর শ্যামলী এলাকার বাসিন্দারা জানালেন দিনের পর দিন পানি পান না তারা।

এলাকাবাসী জানান, ‘দুই-এক বালতি পানি ভরার পর পানি চলে যায়। আর যে পানি পাওয়া যায় সে পানি দিয়ে তো কিছুই করতে পারি না। কারণ এই পানি এত নোংরা যা বলার উপায় নেই। আর রান্নাবান্নার কাজে একেবারেই ব্যবহার করা যায় না।’

তারা আরো জানান, ‘এখন রমজান মাস, আমরা পানি পাই না। এক মগ পানি দিয়ে আমরা ওজু করি। গোসলের তো নামই নেই। ইফতারি তৈরি করতে পারি না। এমনিতেই গরম, তার ওপর যদি এ রকম পানির সমস্যা থাকে তাহলে কিভাবে চলবে।’

রমজান মাস আর গরমে কষ্ট তীব্র আকার ধারণ করেছে। ওয়াসার শরণাপন্ন হয়েও মিলছে না সমাধান। ওয়াসার সম্পর্কে এলাকাবাসী জানান, ‘ওয়াসার সঙ্গে যোগাযোগ করে আসলেও সঠিক সময়ে পানি পাওয়া যায় না। কথায় কোনো কাজ হয় না।’ তবে, ওয়াসা বলছে গরমে পানির চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় বেড়েছে সংকট।

ঢাকা ওয়াসা মোডস জোন-৩ সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, ‘গরমের কারণে পানির চাহিদা প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে গেছে। যার ফলে আমরা সব জায়গাতে সমানভাবে পানি দিতে পারছি না। এছাড়া পানির লাইন একটু কম আছে, এজন্য সমস্যাটা হচ্ছে।’

রাজধানীর পশ্চিম রামপুরায়ও গত এক সপ্তাহ ধরে পানি নেই। কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হওয়ায় বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, ‘পানির ব্যবসা করছে, তারা বলছে ৫০০’ টাকার গাড়ি ১ হাজার টাকা দিলে পাব। এই রমজান মাসে আমাদের কষ্ট হচ্ছে। এলাকা এখন মরুভূমি হয়ে গেছে।’ এছাড়া পশ্চিম কাজীপাড়া, মিরপুর ১৪, কল্যাণপুর, গুদারা ঘাট, বাড্ডা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় রয়েছে পানির সংকট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close