বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১৮ জানুয়ারি, ২০১৯

সব খেলোয়াড় রাজশাহীর

ওয়ার্ল্ড কারাতে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিত আইএমএস ওপেন ওয়ার্ল্ড কারাতে চ্যাম্পিয়নশিপ-১৯ খেলায় বাংলাদেশ ৩য় স্থান অধিকার করেছে। এ খেলায় বাংলাদেশের পক্ষে রাজশাহীর মরিয়ম বেগম, নিসাত নাওয়াল স্বচ্ছ ও সাকি রেজওয়ানা একটি করে রোপ্য, রফিকুল ইসলাম হৃদয় ও হালিমা খাতুন একটি তাম্রসহ পাঁচটি পদক অর্জন করেছে। ভারতের জয়পুর রাজস্থান পিংক স্কয়ার ইনডোর স্টেডিয়ামে গত ১০-১৩ জানুয়ারি পর্যন্ত এ খেলায় বাংলাদেশসহ ১৮টি দেশ অংশগ্রহণ করে। অন্যান্য দেশগুলো হচ্ছে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কাজাখিস্তান, আফগানিস্তান, ইরান, পাকিস্তান, নেপাল, ভুটান, কুয়েত, দুবাই, আমেরিকা, প্যাটরিকা, নাইজেরিয়া, জ্যামাইকা, ক্রোয়েশিয়া ও স্বাগতিক ইন্ডিয়া। মোট ১৮টি দেশের এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ দলের পক্ষে কোচের দায়িত্ব পালনকারী সেনসাই বকুল হোসেন (বাকবেল্ট চতুর্থ ড্যান বিকেএফ, জাতীয়-আন্তর্জাতিক রেফারি ও কোচ) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের সংবাদকে বলেন, ভারতে অংশগ্রহণকারী বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো একাডেমি রাজশাহীর সাত সদস্য বিশিষ্ট কারাতে দলটি রাজশাহী পৌঁছেছে। এ জয়ে সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজু, সহ-সভাপতি কাজী আমিরুল করিম বুলুসহ সংগঠনের শিক্ষার্থীরা কারাতে দলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ভারতে বাংলাদেশের পক্ষে সহকারী কোচের দায়িত্ব পালন করেন এস ইসলাম শুভ জাতীয় ও (একেএফ জাজ) এবং রেফারির দায়িত্ব পালন করেন কে এম আতিকুর রহমান এলান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close