গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০১৮

গলাচিপা

পানির সংযোগ কেটে দেওয়ার অভিযোগ

পটুয়াখালী জেলার গলাচিপা পৌর শহরে হাসান মাহবুব নামের এক সংবাদকর্মীর বাড়ির টয়লেট ও পানির সংযোগ সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেলোয়ার মুফতির ছেলে বাহাদুর মুফতি এ কাজ করেছেন। জানা গেছে, টয়লেট ও পানির সংযোগ লাইন কেটে দেওয়ায় এ পরিবারটি এখন মারাত্মক অসুবিধায় রয়েছে।

গলাচিপা থানায় এ ব্যাপারে অভিযোগ করা হলেও গতকাল শনিবার পর্যন্ত কোনো সুরাহা হয়নি। গণমাধ্যমের কাছে মুখ খুললে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে পরিবারটিকে। হাসান মাহবুব অভিযোগ করেন, তাদের মালিকানাধীন বেশকিছু জমি প্রতিবেশী বাহাদুর মুফতি দখল করে নিয়েছে। এখন আমাদের সম্পূর্ণ উচ্ছেদ করতে পরিকল্পনার অংশ হিসাবে পানির ও টয়লেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

জানতে চাইলে বাহাদুর মুফতি জানান, এ ব্যাপারে কারো কাছে জবাবদিহিতা করতে আমি বাধ্য নই। আমার প্রয়োজনেই আমি করেছি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, বিষয়টি তদন্তের জন্য স্থানীয় ওয়ার্ড কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে আমরা ব্যবস্থা নেব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close