রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০১৮

রূপগঞ্জে ডাকাতদের দুই গ্রুপে গোলাগুলি, নিহত ১

রূপগঞ্জে লুটের মাল ভাগাভাগি নিয়ে ডাকাতদের দুই পক্ষের গোলাগুলিতে আবুল হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থল থেকে একটি শুটার গান, এক রাইন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৩টায় উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের টেংরারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, গত শুক্রবার রাত সাড়ে ৩টায় ডাকাতির মালামাল ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আবুল হোসেন নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ডাকাতের ব্যবহৃত একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহত আবুল হোসেন সোনারগাঁ থানার নানাখি দক্ষিণপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close