আন্তর্জাতিক ডেস্ক

  ২১ অক্টোবর, ২০১৮

ইট ছুড়ে মানুষকে হত্যা করল বানর

ভারতের উত্তর প্রদেশে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে বানররা ইট মেরে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। গত ১৭ অক্টোবর উত্তর প্রদেশের বাঘপাত জেলার তিকরি গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের পরিবার ওই বানরদের বিরুদ্ধে মামলা করতে চাওয়ায় পুলিশ কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

সার্কেল অফিসার রামাল্লা রাজিব প্রতাপ সিং বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ একটি ইটের স্তূপের কাছে ঘুমিয়ে ছিলেন, তখন কিছু বানর এসে ওই ইটের স্তূপের ওপর লাফালাফি শুরু করে, এতে স্তূপটি ধসে বৃদ্ধ ধর্মপালের ওপর পড়লে তিনি আহত হন।

ধর্মপালকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

কিন্তু ঘটনার অন্যরকম বর্ণনা দিয়ে ধর্মপালের ভাই কৃষ্ণাপাল সিং জানিয়েছেন, পূজার জন্য কাঠ সংগ্রহের সময় ওই বানররা ধর্মপালকে আক্রমণ করে। বানররা ধর্মপালের মাথা ও বুক লক্ষ্য করে ইট ছুড়ে মারে বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, ‘ওই বানরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছি আমরা, কিন্তু পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে লিপিবদ্ধ করেছে।’ এই পরিস্থিতিতে এখন তারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এ ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করবেন বলে জানিয়েছেন কৃষ্ণাপাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close