নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৮

মানববন্ধনে দাবি

মাদক কারবারিদের কঠোর শাস্তি দিতে হবে

সমাজতান্ত্রিক মজদুর পার্টি (সমপা) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন দেশের ২০% যুবক মাদক সেবন করে। এক পরিবারের একজন মাদকাসক্ত হলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। দেশে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকার মাদক বাণিজ্য হয়। এই টাকার বিরাট অংশ বিদেশে পাচার হয়। মাদক চোরাকারবারে গডফাদারদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন ‘সমপা’র সাধারণ সম্পাদক সামছুল আলম।

মানববন্ধনে বক্তব্য দেন, হারুন অর রশিদ খান, আলী হোসেন, সিরাজুল ইসলাম (সিরাজ মাস্টার), মোহাম্মদ শামসুদ্দীন, মাহবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আরিফ, মিলন মিয়া, মো. আজিজুল হক। বক্তারা বলেনÑ মাদক কেনাবেচা করে শাসক দলের আশির্বাদ পুষ্ট ব্যক্তিরা গডফাদারে পরিণত হয়েছে, টাকার পাহাড় গড়েছে। এ গডফাদারদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। মাদক ব্যবসা করে যারা কালো টাকার মালিক হয়েছে তাদের আয়ের উৎস জানার জন্য দুর্নীতি দমন কমিশনকে শক্ত ভূমিকা রাখতে হবে। মাদকের কালো টাকা জব্দ করে জনকল্যাণে ব্যয় করতে হবে। বিনা বিচারে হত্যা বন্ধ করতে হবে। তা ছাড়া মাদক কারবারিরা যাতে নির্বাচন করতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে মূখ্য ভূমিকা রাখতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist