নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুলাই, ২০১৮

নাগরিক সেবাবঞ্চিত ঢাকার ৮ ইউনিয়নের বাসিন্দারা

দুই বছর আগে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলেও পর্যাপ্ত নাগরিক সেবাবঞ্চিত উত্তর ঢাকার আট ইউনিয়নের বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, মশা নিয়ন্ত্রণসহ সিটি করপোরেশনের কোনো সুবিধাই তারা পাচ্ছেন না। ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিরা বলছেন অন্তর্ভুক্ত হলেও এখনো এসব এলাকার দায়িত্ব নেয়নি করপোরেশন।

সরকারি হিসাবে দক্ষিণখান আদর্শ ইউনিয়নের আয়তন ২২ বর্গ কিলোমিটার। বসবাসকারীর সংখ্যা প্রায় ৫ লাখ। দুবছর আগে ঢাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলেও নাগরিক সুবিধা মিলছে না। আর সিটি করপোরেশনে আসার কারণে ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কার্যক্রম থেকেও বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। রাস্তা সংস্কারসহ সব ধরনের নাগরিক সেবাই স্থবির হয়ে পড়েছে। ডুবনির এই সরু রাস্তায় একসঙ্গে দুটো গাড়ি চলাচল করা প্রায় অসম্ভব। নেই পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের যথাযথ ব্যবস্থা। মশা নিধন, নর্দমা পরিষ্কারের মতো সেবা কার্যক্রমের অস্তিত্বই নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, ইউনিয়নগুলোর দায়িত্ব এখনো নেয়নি সিটি করপোরেশন। এ কারণে সরকারি বরাদ্দও আসছে না।

২০১৬ সালের ৯ মে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় ঢাকার আশপাশের ১৬টি ইউনিয়নকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব অনুমোদন পায়। এরপর উত্তর সিটির আওতায় আসে বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাঁতারকূল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি ইউনিয়ন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist