নিজস্ব প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০১৮

মুক্তিযোদ্ধাকে কটূক্তি

এমপির শাস্তি চেয়ে মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির অভিযোগ এনে প্রতিবাদে শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে তার শাস্তিরও দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্বয় কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও জাজিরা এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। প্রতি বছরের মতো ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর জেলার জাজিরা থানায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এক মুক্তিযোদ্ধার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর-১ আসনের সাংসদ মোজাম্মেল হকের খারাপ আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আন্দোলনে নামে কয়েকটি সংগঠন। ওই ভিডিওতে দেখা যায়, এক মুক্তিযোদ্ধাকে শাসিয়ে সাংসদ মোজাম্মেল বলছেন, ‘... এর মুক্তিযোদ্ধা, আবার কথা বললে বিরাট ক্ষতি হয়ে যাবে।’

মুক্তিযোদ্ধাকে সাংসদের এই মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও কেন মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, আমাদের কেন রাস্তায় নামতে হচ্ছে, সরকারপ্রধানের কাছে আমরা জবাব চাই। একজন সংসদ সদস্য হিসেবে বিএম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাকে যেসব ভাষায় গালি দিয়েছেন, এটা কোনোভাবে আমাদের কাম্য নয়। মুক্তিযোদ্ধাদের অপমান করে তিনি রাষ্ট্রের আইন প্রণেতা হিসেবে থাকতে পারেন না। অতি শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি আসবে।’ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ বলেন, ‘আমরা মোজাম্মেল হকের অপসারণ চাই। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের জন্য সুরক্ষা আইন করতে হবে।’

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির কারণে মোজাম্মেল হকের শাস্তির দাবি জানান মানববন্ধনের সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্বয় কমিটির সভাপতি মেহেদী হাসান।

এদিকে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের ভাষ্য, নির্বাচন সামনে রেখে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে জাজিরার মোবারক আলী শিকদার ও আবদুল হক মুন্সি ‘তার বন্ধু’ ওই মুক্তিযোদ্ধাকে শাসানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল করিয়েছে। বাস্তবে যে মুক্তিযোদ্ধাকে নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, আমার বন্ধু। তারা একটি ভিডিও ফেসবুকে ভাইরাল করেছে। ওই মুক্তিযোদ্ধা আরেকজনকে রাজাকার বলায় আমি তাকে শাসিয়েছি। বলেছি, তুমি তো কারো সার্টিফিকেট দিতে পার না।’

এদিকে সাংসদ মোজাম্মেলের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কায়সার নাসিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের মহিলাবিষয়ক সম্পাদক রুমা আক্তার বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist