গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০১৭

দেড় যুগ পর মুকসুদপুর পৌর নির্বাচন

দীর্ঘ সাড়ে ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভা নির্বাচন। আগামী ২৫ এপ্রিল এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। পৌর নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং পুরুষ কাউন্সিলর পদে ৪৪ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, বিএনপির প্রার্থী মো: মিজানুর রহমান লিপু, মো. ইব্রাহিম খলিল বাহার, আহাজ্জাত মুহসিন খিপু ও মিজানুর রহমান মৃধা এবং সাজ্জাদ হুসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মুকসুদপুর পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ৯৩৭ জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭ হাজার ৪৪৯ জন। পৌর এলাকার সীমানা বিরোধ নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এত বছর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist