কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০২৪

কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত

মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মোদাচ্ছের সিকদার (৬০) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় আরো দুজনকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপরের দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত মোদাচ্ছের বাড়ি রবিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সরদার নামে এক ব্যক্তির বাড়িতে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের সিকদারসহ তিন-চারজন। দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মোদাচ্ছের হাওলাদার মারা যান।

বিস্ফোরণে লিটন ঢালী ও রিপন নামে আরো দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close