সালাহ্উদ্দিন শুভ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

  ২৩ মার্চ, ২০২৪

শুকনো প্রায় খাল-বিলের মাছ ধরার ধুম

মৌলভীবাজারের কমলগঞ্জ

শীত শেষে প্রকৃতিতে শুরু হয়েছে প্রখর রোদ। চলছে চৈত্র মাস। এখনো তেমন বৃষ্টির দেখা মেলেনি। রোদে প্রায় শুকিয়ে গেছে খাল-বিল, জলাশয় ও নিচু জমিতে থাকা পানি। এতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এখানে-সেখানে চলছে মাছ ধরার ধুম। বিশেষ করে রাস্তার ধারের জলাশয়গুলোতে হাঁটু কাদা-পানিতে মাছ ধরাতে দেখা যাচ্ছে।

ছোট-বড় সবাই মিলে খাল-বিল, জলাশয় ও জমি থেকে দেশি প্রজাতির বিভিন্ন মাছ ধরছে শৌখিন মাছশিকারীরা। ‘ডমকী’ দিয়ে পানি সেচে সকাল থেকে বিকেল পর্যন্ত ধরা হচ্ছে মাছ। বেশিরভাগই ধরা পড়ছে ছোট ও ডিম ওয়ালা দেশি মাছ। বড় মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না।

উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মাদারীবন এলাকায় রাস্তার পাশে দেখা যায়, প্রায় শুকিয়ে যাওয়া খেত-খালে পুরুষ ও শিশুরা ডমকী দিয়ে জাল নিয়ে মাছ ধরছেন। কেউবা কাদার মধ্য থেকে মাছ ধরছেন, কেউবা আবাদি জমির ধারে খাদের পানিতে জড় হওয়া মাছ ধরছেন।

শৌখিন মাছ শিকারী আলাল মিয়া বলেন, ‘পানি সেচের পর সকাল থেকে মাছ ধরতে শুরু করেছি। পুঁটি, মলা, টাকি, টেংরা, কই, মাছ বেশি পাওয়া যাচ্ছে।’

আলাল বলেন, ‘বাড়ির পাশে রাস্তার ধারে ডোবায় পানি জমেছিল। এখন পানি প্রায় শুকিয়ে যাওয়ায় মাছ ধরছি। চার-পাঁচ কেজির মতো মাছ পেয়েছি। এগুলো বাজারে বিক্রির জন্য না, আমার বাড়িতে খাব।’

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘এখন তো শুকনো মৌসুম। খালে বিলে তেমন পানি নাই। তাই জলাশয় ও খালে-বিলে মাছ ধরার ধুম পড়েছে। উপজেলার শৌখিন মাছ শিকারিরা বিভিন্ন খালে বিলে মাছ ধরছেন। এতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যাচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close