কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০২৪

মাদারীপুরের ডাসার

ঝুঁকি নিয়ে কাঠের সেতু পারাপার ভোগান্তিতে শিক্ষার্থীসহ গ্রামবাসী

মাদারীপুরের ডাসার উপজেলার একটি কাঠের সেতু বেহাল হয়ে পরেছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছে স্কুলের শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ। সেতুটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের। সমস্যা সমাধানে এরই মধ্যে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে জানান ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত বুধবার সরেজমিন দেখা গেছে, ডাসার উপজেলার শশিকর চৌমহনী এলাকায় উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় দুই যুগ আগে নির্মিত সেতুটির লোহার খুঁটি হেলে পড়ার উপক্রম। সেতুটির ওপর অংশের পাটাতনের কিছু কাঠ পচে ধসে পরেছে। সেতুটির ওপরের নেই কোনো রেলিং। যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের শশিকরের চৌমুহনী কাঠের সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এটি অনেকটাই হেলে পড়েছে। ওপরের পাটাতনের কাঠ পচে ধসে পড়েছে। যেকোনো সময় সেতুটি ভেঙে যেতে পারে। প্রতিদিন কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানাই। নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, সেতুটি অনেক পুরোনো। বর্তমানে সেতুর লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close