সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০২৪

উপজেলা নির্বাচন

কাজিপুরে প্রচারে বাধা, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা, কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত শুক্রবার রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এই শোকজ দেওয়া হয়।

গতকাল শনিবার রিটার্নিং কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান সিরাজী তার কর্মী-সমর্থকদের দিয়ে আচরণবিধি লঙ্ঘন করে অপর দুই প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমের (ঘোড়া) নির্বাচনী প্রচারে বাধা দিয়েছেন। এছাড়া তাদের কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। যার ভিডিও ফুটেজসহ নির্বাচন অফিসে অভিযোগ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close