কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০২৪

কসবার কুটি ইউপি নির্বাচন আজ, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আজ রবিবার।

এতে ১১টি কেন্দ্রের মধ্যে প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ হিসেবে নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার নির্বাচনের সব কাগজপত্র নির্বাচন কেন্দ্রে পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

রিটানিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, কুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নের ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৭৬ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৬৫৯ জন। ভোট কেন্দ্র ১১টি।

কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচন রিটানিং কর্মকর্তা অমিত কুমার দাস বলেন, ‘১১টি কেন্দ্রের মধ্যে প্রত্যেকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে নিয়ে আমরা কাজ করছি। নির্বাচনী মালামাল ও সরঞ্জামাদী পাঠানো হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close