reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২৪

চট্টগ্রামে রক্ষা পেলেন এয়ার এরাবিয়ার উড়োজাহাজের ১৯৮ যাত্রী

ছবি : সংগৃহীত

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজের ১৯৮ যাত্রী। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা ফ্লাইটটিতে ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের মাঝখানে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি। তবে সব যাত্রী নিরাপদে আছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন মাঝ আকাশে উড়োজাহাজের হাইড্রোলিক প্রেসারে সমস্যা লক্ষ্য করেন ও বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। অবতরণের পর পরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়।

তাসলিম আহমেদ বলেন, তবে যাত্রী ও ক্রুরা নিরাপদে নেমেছেন। আমরা সকাল ৮টা ৫২ মিনিটের দিকে উড়োজাহাজটিকে নিরাপদে টেনে নিয়ে এসেছি। প্রকৌশলীরা সমস্যাটি খুঁজে এর সমাধান করবেন। আশা করি- রাত ১০টার মধ্যে উড়োজাহাজটি আবার উড্ডয়ন করতে পারবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এয়ার এরাবিয়ার উড়োজাহাজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close